সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ও গতকাল রাতে এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন সলঙ্গা থানার চড়িয়া রয়হাটি গ্রামের ইমাম পাষান আলী (৫০)। তিনি কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ছাড়া সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকচাপায় মসজিদের ইমাম পাষান আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।