GOLAPER KATA BY CHIRKUTT- NEW SONG
আমাদের নতুন গান "গোলাপের কাঁটা" আপনাদের জন্য। গোলাপের চুমুকে ভরে থাক জীবন আকন্ঠ, মিটে যাক দূরত্ব, ঘটে যাক প্রেম। কাঁটার আঘাত থেকে মুক্তি পাক এ শহর, গলি, রাজপথ আর আমাদের যত গান।ভিডিওটি বানিয়েছেনঃ চিরকুটের ভাই-বোন-বন্ধুরা। রাত্রি ভাস্কর, মাহাবুবুল হাসান, ফাহাদ খান, মারুফ রায়হান, শারমিন সুলতানা সুমি সবাই মিলে। বিশেষ কৃতজ্ঞতাঃ রাত্রি ভাস্কর আর রুমকি আপুকে অনেক প্রতিকূলতার মধ্যে ভিডিওটির সবটুকু দায়িত্ব কাঁধে তুলে নেবার জন্য।আন্তরিক কৃতজ্ঞতাঃ গোলাম কিবরিয়া ফারুকি ভাই, ঝিমেল ভাই, এফএস অনিক ভাই , এ আর খান সুমন ভাই, আরেফুল ইসলাম ভাই, ফারুক ভাই-কে।ভাল লাগলো তো?
Posted by Chirkutt on Friday, December 6, 2019