কিয়ামত দিবসে যারা আরশের ছায়ায় স্থান পাবে– মাওলানা লিয়াকত আলী মাসউদ
দ্যা ভয়েস অফ ঢাকা ইসলামী প্রতিবেদনঃ হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ স. বলেছেন, কিয়ামত দিবসে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ্ সাত প্রকার ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন।
১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. আল্লাহর ইবাদতে আত্মনিয়ােগকারী যুবক।
৩. মসজিদ থেকে বের হওয়ার পর আবার মসজিদে ফিরে আসা পর্যন্ত যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে।
৪. সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালবাসে। উক্ত উদ্দেশ্যেই মিলিত হয়, আবার উক্ত উদ্দেশ্যেই পৃথক হয়ে যায়।
৫. যে ব্যক্তি নীরবে-নির্জনে আল্লাহকে স্মরণ করে। ফলে তার চোখ উপচে অশ্রু প্রবাহিত হয়।
৬. যে ব্যক্তি অত্যন্ত গােপনে এমনভাবে দান-সদ্কা করে যে, তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে।
৭. যে ব্যক্তিকে কোন সুন্দরী নারী অবৈধ কাজে আহ্বান করলে সে বলে , আমি আল্লাহকে ভয় করি।
(বুখারী,মুসলিম, তিরমিযী, নাসাঈ ,
মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, দারিমী)