চুয়াডাঙ্গা বড় বাজারে ঈদের পোশাক কিনতে এসে জরিমানা গুণে বাড়ি ফিরতে হয়েছে ক্রেতাদের। এসময় দোকানীরাও রেহাই পাননি জরিমানা থেকে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। এসময় দোকানী ও ক্রেতা মিলে ৩১ জনকে ৬২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও হাবিবুর রহমান এ আদলত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ও ওসি (তদন্ত) লুৎফুল কবির।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজারের পুরাতন গলিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।
এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু বিক্রেতা-ক্রেতাদের সাথে নিয়ে ভেতর থেকে দোকান বন্ধ করে দেন। দীর্ঘ সময় তাদের ডাকাডাকি করে না পেয়ে পুলিশ সদস্যরা দোকানের বন্ধ দরজা খুলতে বাধ্য করেন। এতে অভিযুক্ত দোকানী ও ক্রেতাদের কাছ থেকে আলাদা আলাদা জরিমানা আদায় করা হয়।