ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাতে হঠাৎ শহরের বাকালিপট্টি এলাকার একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ওষুধ, মুদি, ফার্মেসি ও জুতার ১২টি দোকান পুড়ে যায়।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।