মাথায় লালপট্টি বেঁধে ঢাকায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে অংশ নিয়েছেন চট্টগ্রামের সাবেক এক চিহ্নিত শিবির নেতা!
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মায় অফিস সহকারী হিসেবে কর্মরত জসিম উদ্দিন নামে এই শিবির নেতার শ্রমিক লীগের সম্মেলনে রীতিমতো কাউন্সিলর কার্ড নিয়ে যোগদানের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কীভাবে চিহ্নিত সাবেক জামায়াত-শিবির কর্মী শ্রমিক লীগের সম্মেলনে অংশ নিলেন সে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।
পদ্মা অয়েল কোম্পানি ওয়ার্কার্স ইউনিয়ন সিবিএর নেতারা এ দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্র অভিযোগ করেছে, জসিম উদ্দিন মহসিন কলেজে ও চট্টগ্রাম কলেজে শিবিরের দায়িত্বশীল পদে ছিলেন। পদ্মা অয়েল কোম্পানিতে যোগদানের পর তিনি প্রয়াত জামায়াত সমর্থিত সিবিএ নেতা রফিকুল ইসলামের নির্বাচন পরিচালনার দায়িত্বপালনও করেন।
চকবাজারে ‘অনির্বান’ নামে শিবির নিয়ন্ত্রিত একটি কোচিং সেন্টার পরিচালনার দায়িত্বেও রয়েছেন জসিম উদ্দিন।