বিখ্যাত হাদিছ বিশারদ আল্লামা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জ (রহঃ)এর জানাজায় লক্ষ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
লাখ মুছলিল্লির অশ্রু শিক্ত নয়নে বিদায় দিলেন প্রিয় শায়েখ কে , আল্লামা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জ (রহঃ)এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় অংশ গ্রহণ করেন এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম উস্তাজুল আসাতিজা আল্লামা শাহ আহমাদ শফি দাঃবাঃ, এবং দেশের লাখো আলেম উলামা, ছাত্র তলাবা ও সাধারণ মুসল্লি সহ রাজনৈতিক স্থানীয় নেতৃবৃন্দ।