নোয়াখালীর হাতিয়ার চৌমুহনী বাজারে মোদি বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটজনকে আটক করেছে।
বুধবার (০৪মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছন হাতিয়া থানার ওসি আবুল খায়ের।
এ সময় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী বাজার জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ভারতের প্রধান মন্ত্রী মোদি বিরোধী এক মিছিল বের করা হয়। নলচিরা ঘাট-জাহাজমারা ঘাট সড়ক বন্ধ করে মিছিল থেকে মোদি বিরোধী ও বাংলাদেশে যেন মোদি না আসে এমন কিছু স্লোগান দেয় তারা। এতে সড়কে দীর্ঘ সময় যাতায়াত বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ তাদের সরে যেতে বললে প্রথমে কথা কাটাকাটি হয়। তারপর মিছিলকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল ছোড়ে। পুলিশও লাঠিচার্জ করে। এতে চার পুলিশ সদস্য ও মিছিলকারীসহ অন্তত ১০জন আহত হন।
ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।