মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাঙল সব রেকর্ড। এর আগে মহিলাদের ক্রিকেট নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি। টিভি ও ডিজিটাল দুনিয়ায় নতুন রেকর্ড স্থাপন করল এই বিশ্বকাপ।

ফাইনালের আগে পর্যন্ত বিশ্বকাপের ৭০ কোটিরও বেশি ভিডিয়ো দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে ২০১৭ সালে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে মোট ১০ কোটি ভিডিয়ো দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতার সরকারি সোশ্যাল চ্যানেলে হয়েছে তিন কোটি ৪০ লক্ষ এনগেজমেন্ট।
মোট ১৬০টি দেশে সরাসরি দেখানো হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। সরাসরি সম্প্রচার ছাড়াও দেখানো হচ্ছে হাইলাইটস। উদ্বোধনী ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে দেখেছেন প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার দর্শক। অস্ট্রেলিয়াতে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকের তালিকায় এটা দ্বিতীয়। ভারতে এই ম্যাচ দেখেছিলেন দু’কোটি দর্শক। ভারতে সামগ্রিক ভাবে বিশ্বকাপের ম্যাচের দর্শক সংখ্যা অনেক বেড়েছে