প্রা’ণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সৌদি আরবের সিনেমা হলগুলো।
দেশটির জেনারেল অথরিটি ফর অডিওভিজুয়াল মিডিয়ার বিবৃতিতে বলা হয়েছে,
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সৌদি আরবের সিনেমা হলগুলোতে সব ধরণের প্রদর্শনী স্থ’গিত
থাকবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং এর বিস্তার রোধের অংশ হিসেবে স’তর্কতামূলক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, প্রাণ’ঘাতী করোনার তা’ন্ডবে এখন পর্যন্ত দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে।
এদিকে রোববার থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বা’তিল করেছে সৌদি আরব।
পশ্চিমবঙ্গে করোনা আ’তঙ্কে স্কুল-কলেজ ব’ন্ধ ঘোষণা প্রা’ণঘাতি করোনাভাইরাসের আ’তঙ্কে আ’তঙ্কিত বিশ্ববা’সী। বন্ধ করা হয়েছে অনেক দেশের শিক্ষা প্রতিষ্ঠান।
আগামী সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখা হবে জানা গেছে।
স্কুল বন্ধ হলেও সূচি অনুযায়ী শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করা হয়।
এর আগে রাজধানী দিল্লিসহ বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই স্কুল ছুটির নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে শপিংমল, সিনেমা হল, রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রেও নিষেধা’জ্ঞা জারি করা হয়েছে।